CC Camera

H S C result (2013)

Monday, October 31, 2011

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!!


মানব শরীরে যেমন বিভিন্ন রোগের ভাইরাস জীবাণু আক্রমনের মাধ্যমে এক বা একাধিক রোগের সৃষ্টি করে ঠিক তেমনি কম্পিউটার ভাইরাসও নানা উপায়ে আপনার কম্পিউটারে ধংসাত্যক করমকাণ্ড ঘটাতে পারে। তো অনেক সময় কম্পিয়টারে ভাইরাস আক্রমণ ঘটতেই পারে। অনেক সময় ভাইরাস আক্রমণের পরে যখন কোন এন্টিভাইরাস ব্যবহার করে একে রিমুভ করা হয় তারপরও দেখা যায় যে পিসি আগের মতই মনে হচ্ছে। এর কারণ উইন্ডোজের যে সকল দরকারী ফাইল ভাউরাস দ্বারা ইনফেক্ট হয়েছিল সেগুলো প্রায় নষ্ট হয়ে যায়।এমতাবস্থায় আপনার পিসিকে আগের মত সুন্দর ও গোছালো করতে আপনি কি করেন? নিশ্চই এক্সপি রি-ইন্সটল করেন যা বেশ সময় সাপেক্ষ। এক্ষেত্রে আপনাকে সুন্দর একটি সমাধান দিতে রয়েছে রি-ইনেবল {Re-Enable}। এটি আপনাকে ভাইরাস দ্বারা আক্রান্ত উইন্ডোজের দরকারী ফাইল গুলোকে রি-ইনেবল করে আপনার পিসিকে করে দিবে সম্পুর্ণ সুপার পিসি। নতুন করে ইন্সটল করলে পিসি যেরকম হয় ঠিক সেরকম হয়ে যাবে। আর তাছাড়া এক্সপি রি-ইন্সটল করলে আপনার ইন্সটলকৃত পূর্বের সফটওয়্যারগুলো রি-ইন্সটল করতে হয়। যা বেশ ঝামেলার। তাই ঝামেলায় না জড়িয়ে রি-ইনেবল ইউজ করে আপনার পিসিকে রাখুন সুস্থ সবসময়।

স্ন্যাপশটঃ

রি-ইনেবল এর মাধ্যমে আপনি যা যা রি-ইনেবল করতে পারবেন-

১.উইন্ডোজ রেজিস্ট্রি।

২.কমান্ড লাইন টূল।

৩.টাস্ক ম্যানেজার।

৪.সিস্টেম রিস্টোর কনফিগ।

৫.ফোল্ডার অপশনস।

৬.রান কমান্ড।

৭.মাই কম্পিউটার।

৮.টাস্ক সিডিউলার।

৯.রাইটক্লিক কন্টেক্সট মেন্যু।

১০.এম.এস কনফিগ।

১১.কন্ট্রল প্যানেল।

১২.সার্চ

এটি মুলত এক্সপির জন্য তৈ্রি হলেও ভিস্তাতেও কাজ করে।

ডাউনলোড করুন এখানে {মাত্র ৭৭৩ কেবি}


 ***এটি চালাতে হলে আপনার কম্পিউটারে ডট নেট ফ্রেমওয়ার্ক ইন্সটল করা থাকতে হবে। যদি ডট নেট ফ্রেমওয়্যার্ক ইন্সটল করা না থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করুন



এটি পুর্বে http://www.djarifrocks.tk তে প্রকাশিত।

(সম্পূর্ণ লেখাটি  এখান থেকে নেয়া)

Post Comment

Sunday, October 30, 2011

হার্ডডিস্কের খোজ নিয়ে দেখেছেন কখনো, সে কেমন আছে?


কম্পিউটার চালাচ্ছেন। ইউপিএস নাই, কারেন্ট চলে যাচ্ছে বারবার। ইউপিএস থাকলেও ব্যাকআপ দেয় না মাঝে মাঝে। এরকম কত ঝড়তুফান যাচ্ছে হার্ডডিস্কের ওপর দিয়ে আপনি হয়তো বুঝতেই পারেন না। এভাবে চলতে থাকলে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। একদিন হঠাত করে মারা যায়। তখন আপনার মাথায় হাত। তাই সময় থাকতে দেখে নিন তার শারীরিক অবস্থা কেমন আছে। খারাপ হতে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নিন। এতে ডেটা লসের হাত থেকে বেঁচে যাবেন।

HDD-Health

এটা রান করে হার্ডডিস্ক সিলেক্ট করলে হেলথ দেখতে পাবেন।

HDD-Scan 

এটা রান করে SMART সিলেক্ট করেন। তারপর দেখেন সব Attribute Name এর পাশে সবুজ আইকন আছে কি না। সবুজ থাকলে ঠিক আছে। হলুদ হলে সমস্যা আছে তবে গুরুতর কিছু না। লাল হলে তো বুঝতেই পারছেন।

তাছাড়া দুইটাতেই আরো অনেক অপশন আছে। এগুলা দেখলেই বুঝবেন।

আপনার আমার সকলের হার্ডডিস্ক দীর্ঘজীবি হোক

Post Comment

Tuesday, October 25, 2011

মায়ের ছবি ঐ ফ্রেমে বাঁধানো...আমার দিকে চেয়ে আছে... শুধু মা নেই।

‘কিছুদিন আগে এক মা এখানে মারা গেলেন। অফিস থেকে তাঁর ছেলের কাছে ফোন করা হলো। ছেলে গাজীপুরের কোনাবাড়িতে চাকরি করেন। তাঁকে আসতে বলা হলে তিনি আসবেন বলে কথা দেন। তাঁর জন্য অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল। এর মধ্যে আরও কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে জানাজা করে লাশ কবরস্থানে নিয়ে গিয়ে আমি ওই ছেলেকে ফোন করি। তিনি জানান, মায়ের লাশ দেখতে আসার সময় নেই তাঁর। আমরা যেন দাফন করে কবর দিই।’

উপরের কথাগুলো বলছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা খতিব আবদুল জাহিদ। যিনি মুকুল নামেই বেশি পরিচিত।

একজন মা কত কষ্টে একজন সন্তানকে দুনিয়ায় আলো দেখান তা যদি ছেলেটি জানতো হয়ত চন্দ্রে অভিজানে থাকলেও সে তার মাকে শেষবারের জন্য ছুটে আসতো দেখতে। ছেলেটি যদি জানতো প্রায় বছর সময় ধরে কত কষ্ট সে তার মাকে দিয়েছিল গর্ভে, তবে সে পৃথিবীর সবচেয়ে দামি কাজ ফেলে ছুটে আসতো মায়ের শেষ যাত্রায়। যদি জানতো কত কষ্টে আর জ্বালাতন সহ্য করে তাকে তিলে তিলে মা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন তবে সে পাগলের মত ছুটে আসতো মাকে শেষ বিদায় জানানোর জন্য। না সে আসেনি। হয়ত বিধাতায় চাননি এমন হারামজাদা সন্তান দেখুক তার মাকে যে জীবদ্দশায় তার সেবা না করে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে। বিধাতা হয়ত চাননি এই হারামজাদা মার কবরে মাটি দিয়ে তাকে অশ্রদ্ধা করুক। বিধাতা ঠিক কাজই করেছেন তাকে সেখানে না নিয়ে। শেষ করছি একটা ছোট কবিতা দিয়ে,

''বিধাতা তোমার কাছে মোর ফরিয়াদ
দিওনা কো কভু কোন মায়ের কোলে এমন সন্তান
মানব তো নয়, পশু সন্তানও হবার যোগ্য সে নয়
অবোধ লীলায় স্বর্গের চাবি দূরে ঠেলে দিতে যে পেরেশান''

মা' কে নিয়ে অখ্যাত এক শিল্পীর অবিশ্বাস্য আবেগের একটি গান-



আর নচিকেতার অমর সেই গান দিয়ে

‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার/
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার-ওপার/
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি/
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি/
ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম/
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।’


*লেখাটির ছবি এবং উপরের কোট করা অংশটি "ছুটির দিনের" ৮ অক্টোবর সংখ্যা থেকে নেয়া। 

Post Comment

Saturday, October 22, 2011

খালি পায়ে হাটা স্বাস্থ্যের জন্য উপকারী

খালি পায়ে হাটা ও দৌড়ানো অনেক ক্ষেত্রেই জুতা পরে হাটার চেয়ে বেশি উপকারী। পায়ের বেশ কিছু রোগের জন্য আমেরিকার বিশেষজ্ঞ দল জুতা পরে হাটাকেই দায়ী করেছেন। হার্ভাট বিশ্ববিদ্যালয়ের ইরানী ডেভিস মূলতঃ মানুষের চলাফেরা এবং এর উপরে বর্তমান সময়ের জুতাগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা গবেষণা করছেন।

pavement pounders prone সহ বেশ কিছু রোগের জন্য নিয়মিত জুতা পরে দৌড়ানোকেই দায়ী করেছেন- চিকিৎসকগণ।


তিনি জানান,

“যখন আপনি হিলওয়ালা জুতা পরে দ্রুত দৌড়ান তখন পায়ের একটি অংশে শরীরের সম্পূর্ণ ভর দেওয়া হয়, এবং অন্য অংশে কোন চাপ পরে না। এবং যদি খালি পায়ে হাটা হয় তখন সম্পূর্ণ পায়ে-ই একটা ভারসাম্য বজায় থাকে। “

এই বেপারে পর্যবেক্ষণের জন্য কেনিয়ার রানারদের উপরে পরীক্ষা চালানো হয়। তাদেরকের জুতা পরে নিয়মিত দৌড়ানোর পরে খালি পায়ে দৌড়াতে দিলে তাদের পায়ে একটি ব্যথা অনুভব হয়। জুতা পরে দৌড়ালে চলাফেরার জন্য আলাদা একটি প্যাটার্ণ তৈরী হয়। মাংশপেশীগুলোও সেই ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। কিন্তু খালি পায়ে হাটলে সেই মাংশপেশীতে আবার টান পরে এবং তাই ব্যথা অনুভব হয়।

এজন্য অবশ্য এমন ধরনের জুতা বানানো যেতে পারে যার মাধ্যমে পায়ের স্বাভাবিকতা বজায় থাকবে এবং পায়ের সাধারন চরাফেরায় ব্যঘাত হবে না।

Post Comment

পুষ্টিগুনে ভরপুর লেবু

“বিসমিল্লাহির রহমানীর রাহিম”। আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। বেশ কিছুদিন ধরেই ব্যস্ত আছি কলেজে এডমিশন নিয়ে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বিজ্ঞান প্রযুক্তিতে আর সময় করে লেখা হয়ে ওঠেনি। আজ সময় পেলাম তাই কোন রকম দেরী না করেই লিখতে বসে গেলাম। লিখতে বসেই একটা ভীষন বিপদে পড়লাম। আর সেটা হলোঃ কী নিয়ে লিখবো আজ? অনেক ভাবনা চিন্তা করে শেষ-মেষ স্বাস্থ্য নিয়ে লিখবো ঠিক করলাম। আর যেই ভাবা সেই কাজ। আমি আজ লেবু নিয়ে আলোচনা করবো।

সত্যি বলতে লেবু চেনেন না এমন লোক হয়তবা খুব কম মানুষই খুজে পাওয়া যাবে। ছোট-বড় সবাই লেবুর শরবত পান করেন। বিশেষ করে এই রমজান মাসে ইফতারের সময়। যেন লেবুর শরবত ছাড়া আমাদের ইফতার ঠিক জমে উঠে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, অন্যান্য সময় দেখা যায় লেবু না খেতে খেতে এই লেবুই আমাদের ডাইনিং টেবিলে শুকিয়ে যায়। নানান অজুহাত দেখিয়ে কোন ঠাসা করে দিয়েছি আমরা এই লেবুকে। কিন্তু যদি আপনি এই লেবুর পুষ্টিগুন সম্পর্কে ভালো-ভাবে জানেন তাহলে হয়তবা লেবু খাওয়াটা আপনার প্রতিদিনের একটা অভ্যাসে পরিণত হবে। আর আমিও সেটাই চাই যেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকে। মুলত এই লেবু অন্যান্য যে কোন ফলকে টেক্কা দিতে পারে পুষ্টিগুনের দিক থেকে। যাহোক, আসুন বেশী কথা না বলে এর পুষ্টিগুন নিয়ে আলোচনা করি।
উচ্চ রক্তচাপ কমায়ঃ

লেবুতে আছে প্রচুর পরিমাণে উচ্চমাত্রার ভিটামিন সি আর পটাশিয়াম। আছে আরো কিছু প্রয়োজনীয় উপাদান। তবে ভিটামিন সি আর পটাশিয়াম মিলে শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে কাজ করে। এছাড়া লেবুর পটাশিয়াম হৃৎপিন্ডের কর্মক্ষমতাও বাড়ায়।
মানসিক চাপঃ

লেবুর রসের ভিটামিন সি দূর করে মানসিক চাপ ও দুশ্চিন্তা। মানসিক বিষন্নতায় শারীরবৃত্তীয় কারণেই ভিটামিন সি-এর ঘাটতি দেখা দেয় দেহে। লেবুর রস সেটি পূরণ করে খুব নিমিষেই। যার ফলে চাঙ্গা হয়ে ওঠে মন।
সুন্দর ত্বকের জন্যঃ

ত্বকের ক্ষত পূরণে লেবু ভারি কার্যকর। লেবু ত্বকে কোলাজেনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ত্বক হয় আরো উজ্জল ও কোমল। ত্বকের পোড়া ভাব যেমন দূর করতে পারে ঠিক তেমনি চোখের চারিপাশের কালো দাগও মিলিয়ে দিতে পারে।
কোলেস্টেরলের মাত্রা কমায়ঃ

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবুর রস। এটি শরীরের উপকারী কোলেস্টেরলের মাত্রা যেমন বাড়িয়ে দেয় ঠিক তেমনি ভাবে ক্ষতিকর কোলেস্টেরল রাখে নিয়ন্ত্রনে।
সুস্থ দাতেঁর জন্যঃ

তাজা লেবুর রস দাতেঁর ব্যথা উপশমে সাহায্য করে। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে লেবু খুব কার্যকর। আর দাঁতে প্লাক জমার কারণে যে অনাকাঙ্ক্ষিত দাগ পড়ে, তা সরাতেও লেবুর রস সাহায্য করে।

Post Comment

Friday, October 21, 2011

পিসি ক্লিনআপ এর কয়েকটি কৌশল


উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকেই পিসিকে ফাষ্টার রাখার জন্য কত কিছুই না করি, কেউ এই সফটওয়্যার সেই সফটওয়্যার সহ সব কিছুই ট্রাই করেনকিন্তু সফটওয়ার ব্যবহার করে পিসি দ্রুততর করা আর সফটয়্যার ব্যববহার না করে পিসিকে মন্থর গতিতে রাখা আমার মতে একই ব্যাপারতার মানে এই না যে আমি বলছি সফটওয়্যার অকাজেরএটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছেতবে হা কোন সফটওয়্যার ইউজ না করেও একটু নোটপ্যাডকে কাজে লাগিয়ে পিসিকে দ্রুতততর করতে পারিতবে তার আগে আমি ম্যানুয়াল কিছু পদ্ধতি বলে নিতে চাই


যেমন আপনার পিসিতে জাঙ্ক ফাইলগুলো জমে মূলত TEMP বা %TEMP% RECENT ফোল্ডারেতো আপনি রান থেকে এই তিনটি কমান্ড হিট করলেও অনেক ক্ষেত্রে কাজে আসবেনিচে কমান্ডগুলো দেওয়া হল

Start>> Run>> Temp>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

Start>> Run>> %Temp%>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

Start>> Run>> Recent>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

আর অনেক্ষন পিসি চালানোর পর পিসিটিকে মন্থর গতির মনে হলে নিচের কমান্ডটি

Start>> Run>> TREE>> Ok/Enter

আর নিচে কোড গুলো কপি করে নোটপ্যডে নিয়ে সেইভ করুন .bat ফরমেটে
তারপর রান করুন, এটা আপনার টেম্প ফোল্ডারটীকে ক্লিন করবে

@echo off

if %username% == Administrator.WINDOWS goto admin

REM ** Delete User Files **

rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%

\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5

goto end

:admin
REM ** Do some extra stuff here **
REM ** What ever you want….. **

ECHO You are a Administrator

rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%

\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5

REM ** Do more stuff here **
REM ** Blah, blah, blah……**

:end
exit

ফাইলের নাম হতে পারে এমন abs.bat

আশা করি বুঝতে সমস্যা হবেনাতো কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু

Post Comment

কিছু অটোসাজেশন


আমার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজাগ ও সজীব থাকবেআমি শক্তিমান হবো, দীর্ঘায়ু হবো, প্রজ্ঞা ও অতিচেতনার অধিকারী হবো, সুখী হবোআমি আমার অসীম শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবোআমি উন্নীত হবো অনন্য মানুষে
কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করেআমি সবসময় ভালো কাজে ব্যস্ত, আমি সুখী
শিশুসন্তানের মতোই বয়োবৃদ্ধ মা-বাবার যত্ন নেবোতাদের দোয়া ও আশীর্বাদে আমি সুখী হবো
রাগ-ক্রোধ পরাজয় ডেকে আনেআমি আমার রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখবো
আনন্দের অনুভূতি শক্তিকে স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগায়, আমি আনন্দের অনুরণন নিয়ে দিনের কাজ শুরু করবো
অতীত হারিয়ে গেছেভবিষ্যত হচ্ছে একটা প্রতিশ্রুতি, বর্তমান হচ্ছে নগদএই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাবো
আমি একজন রোগীকে সবসময় বলবো, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেনএ ধরনের রোগ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তির কথাও তাকে জানাবো
আমি সবসময় যুক্তিসঙ্গত কথা বলবোআমার যুক্তিসঙ্গত কথা সহজেই অন্যদের অনুপ্রাণিত করবে
ডাক্তার বা অন্য যেকোনো পেশাজীবী অথবা বিশেষজ্ঞ কারো সঙ্গে পরিচিত হলেই পরামর্শ চাওয়ার প্রবণতা থেকে সচেতনভাবে দূরে থাকবো
আমার হৃদয়ের প্রশান্তি চারপাশের মানুষকে আকৃষ্ট করবে, আমার সংস্পর্শ অনুপ্রাণিত করবে অন্যদেরআমি হবো লাখো মানুষের আত্মিক আশ্রয়স্থল
পরিবারের সবার প্রতি আমি সুন্দরভাবে খেয়াল রাখবোপ্রয়োজনে এরাই হবে আমার অনুপ্রেরণার উৎস
ই-মেইল, এসএমএস বা চিঠিপত্রের প্রত্যুত্তরে আমি তৎপর হবো
ছোটখাটো যে কাজগুলো নিজেই করে নিতে পারি তা সবসময় নিজে করবো
মডেল পথ দেখায় আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকেআমি আমার বিশ্বাসের মডেল হবো
আমি নিয়মিত দিনে দুবার মেডিটেশন করবোযত মেডিটেশন করবো তত ধ্যানের গভীর স্তরে প্রবেশ করবো
জ্ঞানের জানালা খোলা রয়েছে আমারতাই আমি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো
সত্য অন্তরে লুকিয়ে থাকেতাই সত্যের সন্ধানে ভবঘুরের মতো ঘুরে কোনো লাভ নেইআমি আমার অন্তরেই সত্যকে খোঁজ করবো
শোকর হলো আনন্দে স্নাত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন আর সবর হলো প্রতিকূলতার বিরুদ্ধে নীরব নিরলস সংগ্রামশোকর আর সবর আমার পাথেয়সাফল্য আমারই
কোয়ান্টায়ন বা গভীর মৌনতার মাঝেই অন্তর্গত শক্তি সঞ্চারিত হয়আমি নিয়মিত কোয়ান্টায়ন করবো
সারা পৃথিবী আমারমনছবির ডানা মেলে আমি উড়ে বেড়াবো সাফল্যের নভোনীলিমায়
জীবন স্রষ্টার পক্ষ থেকে আমার জন্যে এক অমূল্য উপহারনির্মোহ ভালবাসায় জীবনকে অর্থবহ করে তুলবো
অমূলক ভয়-ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখবো
কান্না দুঃখজনিত আবেগ ও বিষণ্নতা কাটানোর এক প্রাকৃতিক নিরাপত্তা প্রক্রিয়াস্থান-কাল বুঝে নীরবে অথবা হৃদয় নিংড়ে আমি কাঁদবো
জীবনে আমি হবো লাখো মানুষের ভরসাস্থলমরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাবে আমাকেতারপরও প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবো আমি তাদের আনন্দে বেদনায় সংকটে সম্ভাবনায়অনন্য মানুষরূপে আমি হবো তাদের প্রেরণার উৎস
আমি মহাজাগতিক মুসাফিরমৃত্যুর মাধ্যমেই সূচনা হবে পরবর্তী যাত্রামৃত্যুর আগে আমার শেষ শব্দটি হবে আমার প্রভুর নামঅনন্ত প্রশান্তি ও আনন্দলোক আমারই জন্যে
এমনভাবে কাজ করবো যাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারি- প্রভু ! আমি প্রস্তুত
ওপরে যত উঠবো পা ফসকালে নিচে পড়বো ততটাইতাই সাফল্য খ্যাতি আমি যত পেতে থাকবো, তত সচেতন হবো ভুলের ব্যাপারে
সত্য আমার বন্ধুআর সত্যের মতো আমার বিজয়ও সুনিশ্চিত
হে প্রভু! আমি তোমার দাসতোমার ইচ্ছাই আমার ইচ্ছাআমার জীবনে শুধু তোমার ইচ্ছাই প্রতিফলিত হোক
মহৎ কিছু করার জন্যে আমি পৃথিবীতে এসেছিআমার দায়িত্ব শেষ করার পরই আমি মৃত্যুকে স্বাগত জানাবো
একজন ভোগবাদীর সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুভয়মৃত্যু আমার কাছে শ্যামসমানএটাই অনন্য মানুষের পথ
মহামানবরা কখনো তাদের শিক্ষাকে চাপিয়ে দেন নিউদ্বুদ্ধ করেছেনআমিও আমার বিশ্বাস, ধ্যান-ধারণায় মানুষকে উদ্বুদ্ধ করবো
আমি অনন্ত জীবনের অবিচ্ছেদ্য অংশতাই আমার কাছে জীবন হয়ে উঠবে গভীর অর্থবহ এবং মহান লক্ষ্য অর্জনের মাধ্যমআমি প্রফুল্লচিত্তে পূর্ণ উদ্যমে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করবোপ্রতিটি কাজ তৃপ্তির সাথে উপভোগ করবো
প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী হচ্ছে বড় বীরআমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবো
সৃষ্টির সেবায় যা ব্যয় করবো তা-ই আমার পরিত্রাণের উৎসআমার অর্থ-মেধা-শ্রম থেকে আজ আমি সৃষ্টির সেবার জন্যে কিছু ব্যয় করবো
জন্মগ্রহণকারীর মৃত্যু সুনিশ্চিতসকল কর্তব্য শেষ করে আমি তৃপ্তি নিয়ে মারা যাবো
তাত্ত্বিক তার তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে তর্ক করেই যানকিন্তু অনন্য মানুষ বিশ্বাসের আলোকে বদলে দেন নিজের এবং তার অনুসারীদের জীবনআমি অনন্য মানুষের পথে চলবো
আমি প্রার্থনায় মনোযোগী হচ্ছিফলে প্রতিবারের প্রার্থনাতেই আমি পুলকিত হচ্ছি, চমকিত হচ্ছি, স্রষ্টাকে উপলব্ধি করছি নিত্য নব মহিমায়, প্রতিটি চাওয়া পরিণত হচ্ছে পাওয়ায়
আমি নিয়মিত ইবাদত/ উপাসনা/ প্রার্থনা করবোপ্রতিটি কাজ স্রষ্টার সন্তুষ্টির জন্যে করবোসৃষ্টির সেবায় নিজেকে নিবেদিত করবোআমার মন ও আত্মা সত্যের আলোয় আলোকিত হবেআমি স্রষ্টায় সমর্পিত
নিজে সুশৃঙ্খল না হলে অন্যকে সুশৃঙ্খল করা যায় নাআমি সুশৃঙ্খল হয়েই অন্যদের জীবনকে সুশৃঙ্খল করবো
ক্রেডিট কার্ড বাকিতে কেনার সুযোগ দেয় আর বাড়ায় অপ্রয়োজনীয় কেনাকাটাফলে নিজের অজান্তেই একজন ঋণগ্রস্ত হয়ে পড়েআমি ক্রেডিট কার্ডের ব্যাপারে সতর্ক থাকবো
শিশু যেমন দাঁড়াতে গিয়ে বার বার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আমিও তেমনি ভালো হওয়ার জন্যে বার বার চেষ্টা করবোভালো হতে গিয়ে যতবার ভুল করবো, হোঁচট খাবো, ততবারই নতুন প্রত্যয়ে উঠে দাঁড়াবোআমি ভালো হবো
রাগ-ক্রোধ-ক্ষোভ মস্তিষ্কে সেরোটনিনের প্রবাহ কমায় আর মেডিটেশন সেরোটনিনের মাত্রাকে বাড়িয়ে দেহ-মনে প্রশান্তি ও আনন্দ আনেআমি নিয়মিত মেডিটেশন করবো
দুর্ব্যবহার শেষ পর্যন্ত নিজেরই অশান্তির কারণ হয়আমি প্রশান্তির জন্যে সবার সাথে সুন্দর ব্যবহার করবো
ঈর্ষা দুর্দশা ডেকে আনেঈর্ষা না করে আমি আমার সাফল্যের জন্যে সকল শক্তি নিয়োগ করবো
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি নিরলসভাবে আমার কাজ করে যাবোপ্রতিটি কাজ করবো শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্যে
পৃথিবীতে অসাধারণ প্রতিটি অর্জন এসেছে খুব সাধারণ অবস্থা থেকেআমার আজকের অবস্থান থেকেই আমি শুরু করবো আমার জয়যাত্রা
আমি আমার প্রতিটি অর্জনকে পর্যালোচনা করবোআমার গুণাবলিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ নির্মাণ করবো
সময় হচ্ছে এক ধারালো তরবারিআমি একে ব্যবহার না করলে এ আমাকে কেটে ফেলবেআমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো
কথোপকথনে শুদ্ধ ভাষা ব্যবহার সম্পর্ক সুন্দর রাখেপারস্পরিক সম্পর্কের সু-অনুরণন সৃষ্টি হয়আমি শুদ্ধ ভাষা ব্যবহার করবো
আমি প্রকৃতির সাথে একাত্মপ্রকৃতির অনুকূল বাতাসে সবসময় পাল তুলে দেবোসহজ স্বতঃস্ফূর্ততায় গন্তব্যে পৌঁছে যাবো
আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করবোআমি অনন্য মানুষের পথ অনুসরণ করবো
স্রষ্টা মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছেনআমি কষ্টসহিষ্ণুশ্রমেই আমার আনন্দসাফল্য আমারই
আমি প্রতিটি সমস্যাকে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করবোএতে আমার আত্মবিশ্বাস বাড়বেফলে ভবিষ্যৎ সমস্যাগুলোকে সহজভাবে সম্ভাবনায় পরিণত করতে পারবো
সঠিক দৃষ্টিভঙ্গি আমার পথকে আলোকিত করবেসঠিক লক্ষ্য হবে আমার পথ প্রদর্শকপ্রশান্তি ও আনন্দ হবে আমার প্রাপ্তি
আমি অনন্য মানুষবাইরের ওপর নির্ভরতা বাদ দিতে পারলেই স্বনির্ভর আত্মশক্তি জাগ্রত হবেআমি জয়ী হবো
আমি বর্তমানের প্রতি মনোযোগী হবোপ্রতিটি মুহূর্তের বৈশিষ্ট্যকে অনুভব করবোফলে সামনে এগিয়ে যাওয়ার উপকরণে নিজেকে সমৃদ্ধ করতে পারবো
আমি সৎসঙ্ঘে সঙ্ঘবদ্ধ হবোসঙ্ঘ এক আত্মিক বন্ধন যা সীমাহীন প্রশান্তি ও পরিতৃপ্তি প্রদান করেসৎসঙ্ঘ সবসময়ই আমার প্রেরণার উৎস হবে
আমি অন্যদের ব্যাপারে চিন্তা করে কথা বলবোচিন্তা করে কথা বললে আমি অন্যদের মনেও সাফল্যের বীজ বপন করতে পারব
ফলাফল খারাপ হওয়ার দায়ভার নিজে নেবোভুলগুলো খুঁজে দেখবোভুলের পুনরাবৃত্তি থেকে বিরত থাকবো
অন্য বিজ্ঞানের জ্ঞান হচ্ছে খণ্ডিতকিন্তু জীবনযাপনের বিজ্ঞান হলো পরিপূর্ণযা শুধু তথ্যই শেখায় না; শেখায় তথ্যকে জীবনে কাজে লাগানোর প্রক্রিয়াআমি জীবনযাপনের বিজ্ঞান অনুশীলন করবো
দাওয়া, দোয়া ও দান- নিরাময়ের জন্যে আমি এ তিনের সমন্বয় করবো
সত্য চিরন্তনআমি নিজের কাছে সবসময় সৎ থাকবো
চরিত্র সৌন্দর্য বাড়ায়আমার চরিত্রই চারপাশের মানুষকে আমার দিকে আকৃষ্ট করবে
বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর অনেক ভালো পথ রয়েছেআমার প্রজ্ঞা পথ শনাক্ত করতে সবসময় সহযোগিতা করবে
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমার স্বাধীনতা বজায় রাখবোআমার সাথে সম্পর্কের ব্যাপারেও প্রত্যেকেই মুক্ত থাকবে
প্রত্যেককেই আমি প্রয়োজনীয় সহযোগিতা করবোফলে আমার জীবন আরও ফলপ্রসূ হয়ে উঠবে
আমার এখন ঘুমঘুম লাগছেকিন্তু আমার এখন পুরোপুরি সজাগ ও সতর্ক থাকা প্রয়োজনআমি এখন পুরোপুরি সজাগ ও সতর্ক থাকতে চাইআমি ০ থেকে ৭ গণনা করে যখনই চোখ মেলবো তখনই পুরোপুরি সজাগ ও সতর্ক অবস্থায় পৌঁছে যাবো এবং আগামী ….. ঘণ্টা/মিনিট পর্যন্ত পূর্ণ সজাগ, সতর্ক, উৎফুল্ল ও প্রাণবন্ত অবস্থায় আমার কাজ সম্পন্ন করবো
সঠিক সিদ্ধান্ত ও সুন্দর পছন্দের জন্যে আমি আমার প্রজ্ঞাকে ব্যবহার করবো
যেখানেই ফেলে রাখা হোক সোনা সবসময় সোনাই থাকেআমার অন্তর পরিষ্কারঅন্তরের আলো কুৎসার কালিমা দূর করে দেবে
সত্য প্রকাশে আমি সবসময় সমমর্মী হবো
নিঃস্বর্থ সেবা করতে শিখলেই আমি সুখী হবোআমি সেবা করতে শিখছি
আমি শুধু প্রয়োজনীয় বিষয় নিয়েই চিন্তা করবো ও কথা বলবোএই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমার পৃথিবীকেই পাল্টে দেবে
সঙ্ঘবদ্ধ দান আনে অফুরন্ত কল্যাণমাটির ব্যাংকে নিয়মিত দান করে আমি লাভ করবো অফুরন্ত কল্যাণ
আমার জীবনের আনন্দকে আমি অন্যদের সাথে আন্তরিকভাবে ভাগ করে নেবো
দৃষ্টিভঙ্গি ও প্রকাশিত আচরণের সমন্বিত রূপ হচ্ছে চরিত্রউভয় ক্ষেত্রেই আমি সবসময় প্রো-অ্যাকটিভ থাকবো
অন্যদের মনোযোগ আকর্ষণের জন্যে কৃত্রিম ও লোক দেখানো আচরণ বা অঙ্গভঙ্গি করা থেকে আমি বিরত থাকবো
আমি শোকরগোজারআমি প্রশান্তযেখানেই যাই না কেন আমার উপস্থিতিই পরিবেশ প্রশান্ত করবে
আমি আমার নিজস্ব মেধাকে খুঁজে বের করবোসাহসের সাথে আমি আমার মেধাকে বিকশিত করবো
নিয়মিত অনুশীলন না করলে মেডিটেশনের শক্তির স্বচ্ছ ফল্গুধারা এক আবদ্ধ ডোবায় পরিণত হয়আমি নিয়মিত মেডিটেশন করবোশক্তিতরঙ্গকে প্রবহমান রাখবো
গালগল্পে বা আড্ডায় সময় না কাটিয়ে তা সেবামূলক কাজে ব্যয় করবো
আমি যা হতে চাই বা যা পেতে চাই সেগুলোকে প্রথমে মনের কল্পনাতে লাভ করবোবাস্তবে তা পাওয়ার জন্যে নিরলস কাজ করবোমনছবির এই পথে আমার সাফল্য অনিবার্য
ঘৃণার আগুন ভালোকেও পুড়িয়ে ছাই করে দেয়আমি ঘৃণা থেকে মুক্ত থাকবো
নিয়মিত মেডিটেশন চিন্তাকে শাণিত, সিদ্ধান্তকে সঠিক ও বক্তব্য প্রকাশকে স্বতঃস্ফূর্ত করেআমি নিয়মিত মেডিটেশন করবো
শুকরিয়া স্রষ্টার প্রতি ও নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস এবং বিনয়কে প্রকাশ করেআন্তরিক শুকরিয়া প্রকাশ করে আমি হবো সত্যিকার বিশ্বাসী
আহাম্মকরা অর্জিত লক্ষ্যে পরিতৃপ্ত হয়ে আরাম করেআর বুদ্ধিমানরা প্রাপ্তির জন্যে শুকরিয়া আদায় করে ভবিষ্যৎ অর্জনে বেরিয়ে পড়েআমি বুদ্ধিমানের পথই অনুসরণ করবো
চারপাশের মানুষের প্রাপ্তির সাথে নিজের প্রাপ্তির তুলনা না-শুকরিয়ার প্রধান কারণতুলনা নয়, সুখী হওয়ার জন্যে আমি তাকাবো আমার অন্তরে
আমার মন থেকে রাগ ক্ষোভ ঘৃণা হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেমভাব সৃষ্টি হবেআমার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবেসৌভাগ্য আমার পদচুম্বন করবে
জীবন বদলের জন্যে প্রচুর অর্থ-বিত্ত, খ্যাতি-সম্মান, বাড়ি-গাড়ি, সন্তান-সন্ততি নয়; প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলআমি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে বদলে দেবো আমার জীবন
আমি অন্যদের মানসিকতা বুঝতে পারিতাই সবার সাথে মিলেমিশে সহজে কাজ করতে পারবো
সাফল্য শুরু হয় বিশ্বাস থেকেআমি বিশ্বাসীআমি জয়ী হবো
সঙ্ঘবদ্ধ কাজে বরকত বেশিসবার অর্জনও হয় বেশিআমি সবসময় সঙ্ঘবদ্ধ কাজ করবোনেতৃত্বকে অনুসরণ করবোপ্রয়োজনে নেতৃত্ব দেবো
শক্তি দিয়ে অন্যকে পরাজিত করা যায়কিন্তু জয় করার জন্যে প্রয়োজন মানবিকতা, নৈতিকতাআমি জয় করার শক্তি অর্জন করবো
নিজের দৈহিক, মানসিক ও আত্মিক শক্তিকে অব্যবহৃত রাখাই না-শুকরিয়াআমি এ শক্তিগুলোকে পুরোপুরি কাজে লাগাবো
আমি পারবো, আমি করবোউদ্যমী হয়ে কাজকে ভালবেসে আমি সফল হবোআমি আমার মনের সকল শক্তি ও অর্জিত সাফল্যকে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানবতার কল্যাণে নিয়োজিত করবো
মেধা কাজে না লাগানো বা অপব্যবহারের পরিণতি হলো দারিদ্র্য, অশান্তি, হতাশা, বিষণ্নতা, আতঙ্কআমি আমার মেধাকে পুরোপুরি কাজে লাগাবো
দান বালা-মুসিবত ও রোগ-ব্যাধি দূর করেদূর করে ভয়-পেরেশানি ও দুঃখ-কষ্টআমি নিয়মিত দান করবো
শুকরিয়ার প্রকাশ হিসেবে আমি প্রতিদিন আমার কাজের পরিমাণ বাড়াতে থাকবো
এখন থেকে আমার মন শুধু বিশুদ্ধ ও সৃজনশীল চিন্তা ও ধ্যান-ধারণাকে লালন করবেবহতা নদীর মতো সবসময় প্রবাহিত এ সৃজনশীল চিন্তাধারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ঠিক সময়ে ঠিক কাজটি করতে পরিচালিত করবে
কনজিউমারিজম বা পণ্যদাসত্ব টেনশন সৃষ্টি করেঅপ্রয়োজনীয় পণ্য কেনা থেকে নিজেকে সবসময় বিরত রাখবো
আমার বিশ্বাসের কথা বলতে হবে আমাকেইনিঃসঙ্কোচে সুন্দরভাবে বলার কৌশল আমি আয়ত্ত করবো
ব্যক্তিকেন্দ্রিক চেতনার স্থায়িত্ব সাময়িকসঙ্ঘকেন্দ্রিক চেতনা স্থায়ীআমি সঙ্ঘচেতনার অংশ হবো
নিজের সাথে নিজের প্রতিযোগিতাই হলো শ্রেষ্ঠ প্রতিযোগিতাগতকালকের আমিকে অতিক্রম করার জন্যে হবে আমার আজকের সকল প্রচেষ্টা
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি বিকল্পগুলোর সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে বাছাই করবোআমার সিদ্ধান্তের দায়িত্ব আমি নিজেই নেবো
ক্লাসের পরীক্ষায় নকল করে ফাঁকি দিয়ে পার পেয়ে গেলেও জীবনের পরীক্ষায় পরিশ্রম-অনুশীলন ছাড়া উত্তীর্ণ হওয়া যায় নাআমি পরিশ্রমের মধ্যেই সবসময় আনন্দ খুঁজবো
বন্ধুত্ব দেয়ার নাম; পাওয়ার নাম নয়নিজের এবং অন্যদের জন্যে আমি বন্ধুত্বের এ সংজ্ঞাই গ্রহণ করবো
সাময়িক সাফল্যে আত্মতৃপ্ত হবো নাবর্তমানের সাফল্যকে গ্রাউন্ড জিরো ধরে আমি এগুবো আরো বড় সাফল্যের দিকে
সময়ের সাথে তাল মিলিয়ে আমি যোগ্যতা ও দক্ষতা আয়ত্ত করবোউদ্ভাবন করবো কাজের প্রক্রিয়ার নতুন কৌশলপ্রতিযোগিতায় আমিই সফল হবো
বিরক্তি কাজের বরকত নষ্ট করে দেয়আমি প্রতিটি কাজ করবো আনন্দিতচিত্তেফলাফল হবে চমৎকার
স্বনির্ভর না হলে অন্যকে সাহায্য করা যায় নানিজে অর্জন না করলে অন্যকে বিতরণ করা যায় নাপ্রশান্তি সুস্বাস্থ্য সাফল্যে আমি নিজে আগে বলীয়ান হবো
আমি জানি, আমার স্বপ্ন আমাকেই বাস্তবায়িত করতে হবেস্বপ্ন বাস্তবায়নে আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো
প্রতিটি যুক্তি-প্রস্তাব-সম্ভাবনাকে আমি বাস্তবতার কষ্টিপাথরে পরখ করে গ্রহণ করবো
প্রস্তাব করার সহজাত অধিকার আমার রয়েছেআমি যেকোনো প্রস্তাব বুঝে-শুনে পেশ করবো
পারস্পরিক সম্পর্কের জটিলতায় আবেগতাড়িত না হয়ে আমি নিরপেক্ষ মনে মূল্যায়ন করবোঅপরপক্ষের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখবোসমস্যার সমাধান করবো দ্রুত
নতুন কিছুকে গ্রহণ করতে না পারা, অভ্যাসের দোহাই দেয়া হলো গোঁড়ামির প্রকাশআমি মুক্তমনাযুক্তিসম্মত হলে নতুনকে গ্রহণ বা বর্জন করবো অনায়াসে
ভুল-বোঝাবুঝির ক্ষেত্রে আমি আমার ভুলগুলোকে খুঁজে বের করবোপ্রয়োজনে বদলাবো আমার আচরণ
যৌথ মেডিটেশনে আমাদের মন পারদের মতো একাত্ম হয়ে যায়আমি সুযোগ পেলেই যৌথ মেডিটেশনে অংশ নেবো
জীবন শুরু করবো আমি বর্তমানের গ্রাউন্ড জিরো থেকেসঠিক প্রক্রিয়ায় পরিশ্রম করে প্রতিটি সীমাবদ্ধতাকে রূপান্তরিত করবো নতুন সম্ভাবনায়
অহেতুক প্রশ্নের মধ্য দিয়ে মনে সংশয় আর বিভ্রান্তির বীজ বপন হয়আমি অহেতুক প্রশ্ন থেকে নিজেকে মুক্ত রাখবো
দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে প্রো-অ্যাকটিভ সৎ সহনশীল উদার সমমর্মী সৃজনশীল কর্মঠ সময়ানুবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবোদেশকে ভালবাসবোবিশ্বের শ্রেষ্ঠ দশ জাতির অন্তর্ভুক্ত হবো
অনন্য মানুষের পোশাক হলো শৃঙ্খলাআমি সুশৃঙ্খলভাবে প্রতিটি কাজ করবো
কোয়ান্টায়ন বা হিরণ্ময় মৌনতার মাঝেই অন্তর্গত শক্তি সঞ্চারিত হয়নিরাময় প্রক্রিয়া হয় অনেক শক্তিশালী ও কার্যকরসু্‌স্থ থাকার জন্যে আমি নিয়মিত কোয়ান্টায়ন করবো
আমি জ্ঞানী হবোধ্যানী হবোপ্রজ্ঞা ও অতিচেতনা অর্জন করবোপ্রতিটি ব্যাপারে জ্ঞান ও মেধাকে কাজে লাগাবো
সুযোগ পেলেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবোতাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করবো
বিনা পরিশ্রমে পাওয়ার লোভই মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেআমি শুধু শ্রমের ফসলই ঘরে তুলবো
ঋণমুক্ত সচ্ছল জীবন আমার মৌলিক অধিকারআমি এ অধিকার প্রতিষ্ঠা করবো
সন্তানকে আহ্লাদ না দিয়ে আদর ও শাসনের সমন্বয়ে লালন করবো
যা-কিছু জন্মেছে, তা মারা যাবেইতাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকবো
প্রশান্তির উৎস শুকরিয়াআমি শোকরগোজার হবোপ্রশান্তি হবে আমার নিত্যসঙ্গী
সঙ্ঘায়ন শক্তিকে মহাশক্তিতে রূপান্তরিত করেআমি সৎসঙ্ঘে সঙ্ঘবদ্ধ হচ্ছিসাফল্য আমারই
যদি এই হতো বা এমন হতো- এ জাতীয় অলীক কল্পনা, স্বপ্ন বা কামনা রুদ্ধ করে জীবনের সম্ভাবনাকেআমি অলীক কল্পনা থেকে নিজেকে মুক্ত রাখবো
কাজ শুরুর আগে আমি বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নেবো
আহাম্মকরাই ভুলের পুনরাবৃত্তি করেআমি বুদ্ধিমানতাই ভুল থেকে শিক্ষা নেবো
পশু-পাখির প্রতি আমি মমতাময়তাদের বোঝা ও কষ্ট লাঘবে আমি সাহায্য করবো
সিগারেট, কোমল পানীয়, এনার্জি ড্রিংকস ও মাদককে আমি নাবলবো
কনজিউমার লোন শোষণের নতুন ফাঁদএই ফাঁদে পা না দিয়ে নিজের আয় অনুসারেই আমি ব্যয় করবো
অপরপক্ষের আর্থিক সততা ও বিশ্বস্ততা সম্পর্কে পর্যাপ্ত খোঁজখবর নেয়ার পরই তার সাথে লেনদেন করবো
এখন যৌবন যার সেবক হওয়ার শ্রেষ্ঠ সময় তারপ্রথম যৌবনেই আমি সেবক হবো
দুর্দশাগ্রস্তরা জ্ঞানীর কথা শোনে না, প্রভাবিত হয় প্রতারকের অলীক কথায়, চালবাজের চালবাজিতে আর শোষকের ভয়েদুর্দশা-বঞ্চনার বৃত্তেই ঘুরপাক খায় তাদের জীবনআমি জ্ঞানীর কথা শুনবোউড়ে বেড়াবো মুক্তির আনন্দলোকে
উপহার তা-ই যা স্বেচ্ছায়, আনন্দচিত্তে, দেনা-পাওনার কোনো শর্ত ছাড়াই আন্তরিকভাবে প্রদান করা হয়আমি উপহারের বিনিময় প্রত্যাশা করা থেকে বিরত থাকবো
শ্রমানন্দ মেধা ও যোগ্যতাকে বিকশিত করেআমি কাজ করবো শ্রমানন্দে
আমার ১৯তম জন্মদিন স্মরণীয় হবে প্রথম রক্তদানেবাঁচাবো ৪টি প্রাণ
মনছবি মিজাইলের মতো লক্ষ্যভেদ করেমনছবি হবে আমার চালিকাশক্তি
আমার যথার্থ আয়না আমিইঅন্যের চোখে নয়, নিজেকে দেখবো নিজের চোখেঅন্যের বিচার-বিশ্লেষণে প্রভাবিত হওয়া থেকে সবসময় বিরত থাকবো
আহাম্মকরাই ভুলের পুনরাবৃত্তি করেআমি বুদ্ধিমানতাই ভুল থেকে শিক্ষা নেবো
যেকোনো আকর্ষণীয় ভালো বক্তব্যকে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো
যাকে আমি বিশ্বাস করি, যিনি তা সমাধানে আমাকে সহযোগিতা করতে পারবেন, ব্যক্তিগত সমস্যার কথা আমি এমন কাউকেই বলবো
কোনো প্রশ্নের উত্তর সুনির্দিষ্টভাবে জানা না থাকলে তা নিঃসঙ্কোচে স্বীকার করবোমনগড়া বা ভুল উত্তর দেয়া থেকে বিরত থাকবো
আলোচনা চলাকালে অন্যদের মনোযোগে বিঘ্ন ঘটে বা বিরক্তি সৃষ্টি করে- এমন শব্দ, আচরণ ও গতিবিধি পরিহার করবো
জন্মদিনে রক্ত দেবোবাঁচাবো ৪টি প্রাণহবে মহীয়ান জন্মদিন আমার
কথা ও তথ্যের ব্যাপারে বিশ্বস্ত থাকবোপরামর্শগ্রহীতার যেকোনো কথা তার অনুমতি ছাড়া অন্যকে বলা থেকে বিরত থাকবো
পরামর্শ প্রদানের ক্ষেত্রে পূর্বধারণা থেকে নয়, তার বক্তব্য থেকেই তার সমস্যা বোঝার চেষ্টা করবোপরামর্শগ্রহীতার আগ্রহ বুঝে প্রয়োজনীয় পরামর্শ দেবো
কারো শারীরিক সীমাবদ্ধতা নিয়ে খোঁটা দেয়া থেকে সচেতনভাবে বিরত থাকবো
রোগীকে রোগ সম্পর্কে প্রশ্ন করে করে অযথা তাকে বিচলিত করা থেকে বিরত থাকবো
কোনোকিছু ব্যবহারের পর তা যথাস্থানে রাখবো
বাথরুম বা টয়লেট দ্রুত ব্যবহার করে অন্যদের সুযোগ দেবো
কারো রুমে ঢোকার আগে আমি অনুমতি নেবো আর ঢোকার সময় বিনয়ী ও আত্মপ্রত্যয়ী থাকবো
বাথরুম ও টয়লেট এমনভাবে ব্যবহার করবো যেন তা অন্যদের ব্যবহারের উপযোগী থাকে
যেকোনো অনুষ্ঠান চলাকালে সবসময় মোবাইল ফোন বন্ধ রাখবো
দীর্ঘজীবন, অনন্ত যৌবন, কালজয়ী মন, সুখ প্রতিক্ষণপৃথিবী আমারই
সিঁড়ি বা লিফটে যথাসম্ভব নীরবে ওঠা-নামা করবো
কারো রুমে ঢোকার আগে আমি অনুমতি নেবো আর ঢোকার সময় বিনয়ী ও আত্মপ্রত্যয়ী থাকবো
প্রতিবেশীর সমস্যা হয়- এমন শব্দে সিডি/ ক্যাসেট প্লেয়ার বা টিভি চালনা থেকে সবসময় বিরত থাকবো
আমি আমানতের প্রতি বিশ্বস্ত থাকবোযে জিনিস যেভাবে নিয়েছি তা সেভাবেই ফেরত দেবো
অনুমতি ছাড়া অন্যের চিঠি, ডায়েরি, এসএমএস পড়বো না, এমনকি খুলেও দেখবো না
বিনা অনুমতিতে কারো জিনিস ধরা, ব্যবহার বা অপসারণ করা থেকে আমি সচেতনভাবে বিরত থাকবো
কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে সে বিষয়ে নিশ্চিত হবো
আমি কথা বলবো, কিন্তু বাচালতা সবসময় পরিহার করবো
নিজ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক গোপনীয়তা সবসময় রক্ষা করবো
ভাড়া বাড়িকে নিজের বাড়ির মতো যত্ন করবো, পরিচ্ছন্ন রাখবো
কোনো কিছু না জানলে আমি নিঃসঙ্কোচে অভিজ্ঞ কারো কাছ থেকে শিখবো
নিজের কাছে স্বচ্ছ থাকলে কোনো কুৎসা কাউকে কালিমালিপ্ত করতে পারে নাআমি সবসময় নিজের কাছে স্বচ্ছ থাকবো
বক্তার কথা মনোযোগ দিয়ে শুনবোআলোচনার মাঝখানে কোনো মন্তব্য বা প্রশ্ন করা থেকে বিরত থাকবো
নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ মিনিট আগে আমি কর্মস্থলে উপস্থিত হবো
আমি এক অনন্য মানুষআমার আত্মিক ক্ষমতা অসীমসারা পৃথিবী আমারযেখানে দরকার সেখানে যাবোযা প্রয়োজন তা-ই নেবোযা চাই তা-ই পাবোজাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করবো
প্রবৃত্তির শৃঙ্খল থেকে যে মুক্ত হতে পারে, সে-ই অনন্য মানুষআমি অনন্য মানুষ হবো
সকল আসক্তি ও প্রবৃত্তির শৃঙ্খলমুক্ত হয়ে আমি হবো আত্মজয়ী বীর
নেতৃত্ব হচ্ছে প্রয়োজনের মুহূর্তে অন্যের পরামর্শের জন্যে অপেক্ষা না করে পদক্ষেপ নেয়ার সামর্থ্যএ সামর্থ্য আমার আছেপ্রয়োজনে আমি নেতৃত্ব দেবো
ধর্ম হচ্ছে শক্তির মহত্তম উৎসআমি আমার ধর্ম আন্তরিকভাবে অনুসরণ করবো
ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানবীয় সত্তার বিনাশ ঘটায়আমি ধার্মিকতাই সবসময় ধর্মে মধ্যপন্থা অবলম্বন করবো
আমি কখনও অন্যকে আমার জন্যে অপেক্ষা করাবো না
আমি আমার দেশকে ভালবাসিমেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্যে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবো
চিন্তা, কথা ও কাজের মিল থাকা অনন্য মানুষের বৈশিষ্ট্যআমি যা চিন্তা করবো, তা বলবোযা বলবো, তা করবো আর তা করবো সততা ও প্রজ্ঞার সাথে
ধর্ম সদাচরণ শিক্ষা দেয়আমি ধার্মিকসদাচরণ হবে আমার জীবনের ভূষণ
প্রার্থনা হচ্ছে সৌভাগ্য আনয়নের শক্তি ও প্রক্রিয়াআমি আমার প্রার্থনায় মনোযোগী হবো
হুদ্‌রিল ক্বালব বা একাগ্রচিত্তে আমি নামাজ পড়বোনামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মন সকল চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর প্রতি রুজু হবেফলে প্রতিটি সিজদা পরিণত হবে মেরাজে
আমি সবসময় সঙ্ঘবদ্ধ থাকবোসৎসঙ্ঘের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে
আমরা এক মহান জাতির উত্তরসূরিযোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হবোজাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দেবো
উপাসনা-আরাধনায় আমি কায়মনোবাক্যে শুধু প্রভুকেই স্মরণ করবোপরম প্রভুতে সমর্পিত হবে আমার সমগ্র অস্তিত্ব
আমি সবসময় নিয়মানুবর্তী হবোসঠিক সময়ে সঠিক কাজ করবো
দান ও ক্ষমা অন্তরকে প্রশান্ত করেএরাই হবে আমার জীবনের সহচর
আমি সবার প্রতি সুবিচার করবোঅন্যায় থেকে দূরে থাকবো
আমি কীভাবে জীবনযাপন করছি তা গুরুত্বপূর্ণতাই প্রতিদিন আমি আমার জীবনের গুণগত মান উন্নত করবো
আমার ভুল আচরণগুলোকে প্রতিদিন শনাক্ত করবোসুন্দর আচরণ পরিণত হবে আমার অভ্যাসে
সভ্যতার সবকিছু মানুষের সৃষ্টিআমিও মানুষআমারও রয়েছে বিশাল সম্ভাবনাআমি সম্ভাবনাকে কাজে লাগাবো
আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে বলবো
আমার ঘুম ও জাগৃতি চমৎকার ছন্দে কাজ করছেআমি এখন ইচ্ছেমতো জাগতে পারি, ইচ্ছেমতো ঘুমাতে পারি
আমি সবসময় নেতৃত্বকে অনুসরণ করবোফলে নেতৃত্বের গুণাবলি আমার মধ্যেও বিকশিত হবেপ্রয়োজনে নেতৃত্ব দেবো
কাউকে উপহাস করা ও বিকৃত নামে ডাকা থেকে বিরত থাকবোআমি সবসময় সবাইকে সুন্দর নামে ডাকবো
প্রতিদিন আত্ম উন্নয়নের জন্যে কিছু না কিছু পড়বো
আমি আত্মপ্রত্যয়ের সাথে সকল দায়িত্ব পালন করবো ও প্রতিটি ওয়াদা রক্ষা করবো
নিয়মিত আমি আমার কাজের পর্যালোচনা করবো, পরিণামে আমার কাজ হয়ে উঠবে নিখাদ
অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাবোপ্রতিদিন আমি একটু একটু করে হলেও বদলাবো
পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হইআমি পরিবর্তনকে স্বাগত জানাবো
প্রতি মুহূর্তের হাজারটি বিকল্পের মধ্য থেকে ভালোটি বেছে নেয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞাপ্রতিদিন আমার প্রজ্ঞা বাড়বে
অন্যকে সে-ই অনুপ্রাণিত করতে পারে, যে অন্যের দ্বারা প্রভাবিত হয় নাআমি হবো সকলের অনুপ্রেরণার উৎস
প্রশংসার মতো নিন্দাকেও আমি সহজভাবে গ্রহণ করবো
বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হলো সংশয়আমি আমার বিশ্বাসকে সংশয়মুক্ত রাখবো
আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারে নিযে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে নাআমি দাতা হবো
সফল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেন আর ব্যর্থরা বাস্তবতার দোহাই দেয়আমি সফল মানুষের পথ অনুসরণ করবো
আনন্দের অনুভূতি মনের শক্তিতে ঝর্নার গতিময়তা সৃষ্টি করেসদানন্দ হবে আমার ভূষণ
পেশীশক্তির দাপট ক্ষণিকের, অন্তর্গত শক্তির স্থায়িত্ব অনন্তেরআমি অন্তর্গত শক্তিতে শক্তিমান হবো
প্রতারণা করা অপরাধ আর প্রতারিত হওয়া তার চেয়েও বেশি অসম্মানেরপ্রতারিত হওয়ার ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকবো
অবৈজ্ঞানিক ও প্রকৃতি-বিরুদ্ধ জীবনযাপন দুঃখ ও দুর্ভোগের কারণআমি জীবনযাপনের বিজ্ঞান অনুসরণ করবো
বিশুদ্ধ নিয়ত, সক্রিয় উদ্যোগ, আন্তরিক কাজ এবং সৎসঙ্ঘে একাত্মতা জীবনে স্রষ্টার রহমত আনেআমি স্রষ্টার রহমত লাভ করবো
শোককে আমি শক্তিতে রূপান্তরিত করতে জানিপ্রতিটি শোক হবে আমার শক্তির উৎস
জীবনে চলার পথে দুঃখ আসতেই পারেদুঃখকেও আমি আনন্দের উৎসে রূপান্তরিত করবো
প্রতিবাদ আর হৈচৈ করে সময় নষ্ট না করে আমি বুদ্ধিমানের মতো প্রতিকারের চেষ্টা করবো
আমি এখন আমার নিজের জন্যে নতুন অভ্যাস গড়ে তুলছিএ নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, সামনে নিয়ে আসবে নতুন সুযোগ, জীবনকে করবে পরিপূর্ণআমি অর্জন করবো সত্যিকারের স্বাধীনতা|
ক্ষতি নিয়ে আফসোস করে সময় নষ্ট না করে আমি সবসময় বিকল্প পথে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো
চাওয়াকে সংজ্ঞায়িত করতে পারলে মন স্থির হয়, অতৃপ্তি কমতে থাকে১৯টি এমন বিষয়ের তালিকা আমার আছে যা আমি মৃত্যুর আগে অর্জন করবো
প্রতিযোগিতা করবো কেবল ভালো কাজেএতে স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে মুক্তি পাবো
সত্যিকার বিনোদন দুশ্চিন্তামুক্ত করে, মানসিক স্থিরতা ও প্রশান্তি এনে দেয়আমি সত্যিকার বিনোদনকে উপভোগ করবো
একাগ্র প্রার্থনায় স্রষ্টাকে আমরা কিছু বলি আর কোয়ান্টায়ন বা হিরণ্‌ময় মৌনতায় স্রষ্টা কী বলছেন তা আমরা শুনিআমি নিয়মিত কোয়ান্টায়ন করবো
প্রকৃতিতে ঘটা প্রতিটি ঘটনার যৌক্তিক বা সুদূরপ্রসারী কারণ থাকেসুসংবাদ কিংবা দুঃসংবাদ- দুটোই আমি গ্রহণ করবো স্বাভাবিকভাবে
রূপের কদর সাময়িকগুণের কদর চিরন্তনআমি গুণকে বিকশিত করবোসর্বত্র আমি মর্যাদা পাবো
স্বামী/স্ত্রীর ব্যাপারে অহেতুক খুঁতখুঁতে বা সন্দেহপ্রবণ হবো নাসময়-সুযোগমতো ভুলগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো
মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণমমতা অপরপক্ষকে বিচার করে না, বোঝার চেষ্টা করে; প্রভাবিত করে না, তার সাথে অংশগ্রহণ করেআমি মমতাময় হবো
সুযোগ পেলেই ভ্রমণ প্রাণায়াম করবোহাঁটতে হাঁটতে যত কদমে দম নেবো তার চেয়ে বেশি কদমে দম ছাড়বো
প্রতিদিন পরিবারের সবাই অন্তত একবেলার খাবার একসাথে খাবো
খণ্ডিত বা বিচ্ছিন্ন কোনো প্রাপ্তি সাফল্য নয়সাফল্য বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত মনের এমন এক শক্তিশালী অবস্থা যা সবকিছুই অর্জন করতে পারেআমি এই সাফল্যের পথেই এগিয়ে যাবো
মৌনতার নিজস্ব মহিমা রয়েছেসুযোগ পেলেই আমি মৌন থাকবো
প্রার্থনা ও মেডিটেশন আমাকে সঠিক পথে পরিচালিত করবেফলে আমার মনছবি বাস্তবায়িত হবে সহজ স্বতঃস্ফূর্ততায়
নিয়মিত মেডিটেশন চিন্তাকে শাণিত, সিদ্ধান্তকে সঠিক ও বক্তব্য প্রকাশকে স্বতঃস্ফূর্ত করেআমি নিয়মিত মেডিটেশন করবো
নিয়মিত মেডিটেশনের মাধ্যমেই ধাপে ধাপে আমার আত্মিক সত্তার মানবীয় বিকাশ ঘটবেএটাই অনন্য মানুষের পথ
আমি আমার আত্মার সাথে একাত্ম হওয়ার জন্যে নিয়মিত মেডিটেশন করবোমেডিটেশন হবে আমার দৈনন্দিন অভ্যাসের অংশ
মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তিমনোরাজ্যের সকল বিপ্লব সম্পন্ন হয়েছে মৌনতার মাঝেসুযোগ পেলেই আমি মৌনতায় ডুবে যাবো
ঘুম বা তন্দ্রা মেডিটেশনের গুণকে নষ্ট করেমেডিটেশনকালে আমার দেহ থাকবে শিথিলকিন্তু চেতনা থাকবে সজাগফলে দৃশ্যমান সবকিছুর পেছনে ক্রিয়াশীল প্রকৃতির নেপথ্য স্পন্দন অনুভব করতে পারবো
নিয়মিত মেডিটেশনে আমার চেতনা মুক্ত হবে সকল শৃঙ্খল থেকে
আমি প্রতিদিন নিয়মিত মেডিটেশন করবোপ্রতিটি মেডিটেশন আমার উপলব্ধি ক্ষমতা বাড়িয়ে দেবে
অতিচেতনার সাথে সংযোগ স্থাপন করার জন্যে প্রয়োজন নীরব মুহূর্তপ্রতিদিন হাজারো কাজের ফাঁকে আমি এই নীরব মুহূর্ত বের করে নেবো
নতুন উপলব্ধিই নতুন সমাধান দিতে পারেনতুন উপলব্ধির জন্যে আমি নিয়মিত মেডিটেশন করবো
আমি আমার আদর্শ ও চেতনার আলোকে জীবনযাপন করার সর্বাত্মক চেষ্টা করবো
শাশ্বত চেতনা ও মহামানবদের আদর্শের আলোকে জীবনযাপন করার সর্বাত্মক চেষ্টা আমি করবো
স্রষ্টার দয়া পেতে হলে তাঁর ইচ্ছাকেই আমার জীবনে প্রতিফলিত করতে হবেআমি প্রতিনিয়ত তাঁর কাজগুলোই করবো
সৎসঙ্ঘ, মেডিটেশন এবং নিস্বার্থ কাজ হচ্ছে আমার অনন্য মানুষে উত্তরণের সিঁড়িআমি এই সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠবো
আলোকিত জীবনের জ্ঞানে আমি নিজে আলোকিত হবোঅন্যদেরও আলোকিত করবোআমার জীবন ভরে উঠবে অনাবিল আনন্দে
স্রষ্টার ইচ্ছাকেই আমি আমার জীবনের ইচ্ছায় রূপান্তরিত করবোএটিই আমার পরিত্রাণের নিশ্চয়তা
আমি একা নইআমি বিশ্বাসীস্রষ্টা আমার সাথে রয়েছেনআমি বিজয়ী হবো
আমি এক অনন্য মানুষআমার কথা, কাজ ও আচরণে এই অনন্যতারই প্রকাশ ঘটাবো
কোনো লোভ-লালসা, কামনা-বাসনার বশবর্তী না হয়ে শুধু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি প্রতিটি কাজ করবো
বড় কিছু করার জন্যে আমি পৃথিবীতে এসেছিআমি বড় কিছু করবো
আমি কসমিক ট্রাভেলার- মহাজাগতিক মুসাফিরআমার জন্ম নেই, মৃত্যু নেইকিছু সময়ের জন্যে পৃথিবী পরিভ্রমণ করছি মাত্রএই ভ্রমণ শেষে শুরু করবো আরেক ভ্রমণ
আমি জানি, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবেদৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগুবো
যেকোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবোআত্মশুদ্ধির পথে আমি অটল থাকবো
ইতিবাচক দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয়ানুরণন সৃষ্টি করেআর নেতিবাচক দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয়ানুরণনকে বাড়িয়ে দেয়অতএব যা আছে তাকেই আমি বড় করে দেখবো
জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখবোপ্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবো
সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সবদিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি
দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেপ্রয়োজনে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো
আমি সত্যিকারের ধার্মিকআমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি
রঙধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে গ্রহণ করতে হবেআমি বৃষ্টিকে হাসিমুখে গ্রহণ করবোবৃষ্টিই হবে আনন্দের উৎস
স্রষ্টায় সমর্পণের মধ্য দিয়েই মানুষ আলোকিত হয়আমি স্রষ্টায় সমর্পিতশক্তি ও পথনির্দেশনা তাঁর কাছ থেকেই পাবো
কাঁটা ছাড়া গোলাপ হয় নাআমি গোলাপ ভালবাসিতাই কাঁটাকেও গ্রহণ করবো
পশুর সুখ জৈবিকসাধারণ মানুষের সুখ মানসিক আর অনন্য মানুষের সুখ আত্মিকআমি অনন্য মানুষের পথই অনুসরণ করবো
আমার অন্তর্চেতনা বিস্তৃতপ্রতিটি বিষয় আমি সঠিকভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে পারবো
প্রজ্ঞা আমার চিন্তার ভূষণআমার চিন্তা ও কাজ পরিচালিত হবে প্রজ্ঞা দ্বারা
সুখী হওয়ার জন্যেই আমার জন্মইতিবাচক তৎপরতায় আমার সুখ বাড়তেই থাকবে
আমার বিশ্বাস, আমার প্রত্যাশা, আমার ক্রমাগত প্রচেষ্টা চালানোর কোনো সীমা নেইবিজয় আমারই
আমি সত্যের পক্ষেতাই আমি একা নইপরম প্রভু আমার সাথে আছেন
যত বাধাই আসুক প্রভু আমার সাথে রয়েছেনআমিই জয়ী হবো
অনন্য মানুষ হতাশ ও বিষণ্ন মানুষের জীবনকে আশার আলোয় উজ্জীবিত করেআমি অনন্য মানুষের পথ অনুসরণ করবো
আমার ইন্দ্রিয়, আমার প্রবৃত্তি, আমার মনের ওপর সবসময় আমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে
শুকরিয়া মনকে প্রশান্ত করেঅস্থির মনকে স্থির করেমস্তিষ্কে তখন নতুন, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা-পরিকল্পনা সক্রিয় হয়ে ওঠেসৃজনশীলতা বাড়াতে আমি তাই শোকরগোজার হবো
সুখ আমার মৌলিক অধিকারসঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ফলে আমি সুখ ও সমৃদ্ধির পথে স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হবো
দক্ষতা ছাড়া সততা শক্তিহীনসততা ছাড়া দক্ষতা মূল্যহীনআমি দক্ষ, আমি সৎ
জন্ম বা বংশ নয়, কর্মই মানুষকে মহান করেসৎকর্মে নিবেদিত হয়ে আমিও মহান হবো
সভ্যতার সবকিছু মানুষের সৃষ্টিআমিও মানুষআমারও রয়েছে বিশাল সম্ভাবনাআমি সম্ভাবনাকে কাজে লাগাবো
সামাজিক অনুষ্ঠানে গিফট দেয়া-নেয়া এক সামাজিক ব্যাধিআমি এ ব্যাধি থেকে মুক্ত থাকবো
সফল হওয়ার জন্যেই আমি পৃথিবীতে এসেছিশুকরিয়া ও সৎকর্মের ফলে আমার সাফল্যের পরিমাণ দিন দিন বাড়বে
আত্মবিকাশের অধিকার কেউ কাউকে দেয় নাতা আদায় করে নিতে হয়আমার অধিকার আমি আদায় করে নেবো
আমি জানি, যে অবস্থায়ই আমি থাকি না কেন, আমার চেয়েও খারাপ অবস্থায় কেউ না কেউ আছেআমি সবসময় শোকরগোজার থাকবো
দীর্ঘজীবন, অনন্ত যৌবন, কালজয়ী মন, সুখ প্রতিক্ষণপৃথিবী আমারই
স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকবোআমি সব ব্যাপারেই স্বাবলম্বী হবো
আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করবোমেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াবোফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে
আমি সঠিক পথের অনুসারীপ্রতিদিন আমার অন্তরের আলো ও প্রশান্তি বাড়ছে
আমি প্রশান্তিতে থাকতে চাইপ্রশান্তি নষ্ট করতে পারে এমন কাজ করা থেকে সবসময় বিরত থাকবো
সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাবো
আনন্দ কিংবা দুঃখ- দুটোই আমি সহজভাবে গ্রহণ করবোফলে আমার জীবন হয়ে উঠবে আনন্দময়
প্রকাশ মমতার শক্তিকে বাড়িয়ে দেয়আন্তরিক হাসি দিয়ে আমি আমার বিশ্বজনীন মমতাকেই প্রকাশ করবো
আমার প্রতিটি মুহূর্ত মূল্যবানএই মূল্যবান সময় আমি অন্যের ছিদ্রান্বেষণে ব্যয় করা থেকে বিরত থাকবো
সততা ভেতর থেকেই নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেআমি সবসময় নিজের কাছে সৎ থাকবো
প্রশান্ত মন যেকোনো কিছু অর্জন করতে পারেনিয়মিত মেডিটেশন আমার মনকে ধীরে ধীরে প্রশান্ত করবে
সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকেআমার অন্তরই আমাকে সবসময় সাহায্য করবে
আমার মন সবসময়ই আমার নিয়ন্ত্রণে রাখবোযেন আমি বলতে পারি, হ্যাঁ! এটা আমার মন
শ্রম দেহের শক্তি বাড়ায় আর সমস্যা বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়প্রতিটি সমস্যা আমাকে আরো চৌকস করবে
শৃঙ্খলা, মনোযোগ এবং প্রজ্ঞা মানুষকে পৌঁছায় আশীর্বাদপূর্ণ প্রশান্ত জীবনেআমি অনন্য মানুষের এই সুন্দর পথ অনুসরণ করবো
যেকোনো পরিস্থিতি আমি শান্তভাবে মোকাবেলা করবো
আমার চিন্তার আমিই হবো প্রভুআমার মন শুধু আমার কথাই শুনবে
দেহের মতো মনকে যথাযথ প্রশিক্ষণ দিলে মন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবেআমি এই প্রশিক্ষণের প্রতিটি সুযোগ কাজে লাগাবো
প্রশান্ত মন এবং সুপরিকল্পিত পদক্ষেপই আমার অন্তর্গত শক্তির প্রকাশআমার অন্তরই আমার শক্তির আধারআমিই জয়ী হবো
প্রশান্ত মন কল্যাণ প্রক্রিয়াকে বেগবান করে আর শুকরিয়া প্রশান্তি সৃষ্টি করেআমি সবসময় শোকরগোজার থাকবো
বিশ্বাস শক্তির আকরআমি বিশ্বাসীবিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে
আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারেআমার মস্তিষ্ক যেকোনো জটিল বিষয় বুঝতে পারেঅজেয় ইচ্ছাশক্তি রয়েছে আমারআমিই বিজয়ী হবো
ইতিবাচক চিন্তা আমার জন্যে কল্যাণ বয়ে আনবেআমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাবো
যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ
আমি আমার ইনটুইশনকে বিশ্বাস করতে শিখছিআমি স্বতঃস্ফূর্তভাবেই যেকোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারবো
শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবেসেজন্যে আমি সবরের সাথে অপেক্ষা করবো
আজ যাদের সাথে দেখা হবে, তাদের জীবনে আমি ইতিবাচক ভূমিকা পালন করবো
অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করবো
প্রো-অ্যাকটিভ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই আমি যেকোনো সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধান করবো
সকল সম্ভাবনা আমার ভেতরেই রয়েছেব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করবো সাফল্যের প্রাসাদ
ভাগ্যবান সে-ই যে মেঘের আড়ালে রঙধনু দেখতে পায়হ্যাঁ, আমি সেই ভাগ্যবান!
প্রতিক্রিয়া সম্ভাবনা নষ্ট করে আর কাজ নতুন দিগন্ত উন্মোচন করেপ্রতিক্রিয়ার পরিবর্তে আমি সবসময় কর্মমুখী সিদ্ধান্ত গ্রহণ করবো
আমি কর্মমুখী, আমি প্রো-অ্যাকটিভআমি আমার কাজ করার ক্ষমতাকে প্রয়োগ করবো এবং কাজের আনন্দকে উপভোগ করবো
প্রো-অ্যাকটিভ ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে সবসময় ঠাণ্ডা মাথায় নিজস্ব মূল্যবোধের আলোকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেনআমি সবসময় প্রো-অ্যাকটিভ থাকবো
ক্ষমা স্বর্গীয়আমার জীবনে আমি এখন ক্ষমাকে লালন করবোফলে আমূল বদলে যাবে জীবনস্বর্গসুখ আমারই
প্রো-অ্যাকটিভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি সবসময় চৌকস, মূল্যবোধে উজ্জীবিত, বাস্তববাদী এবং জানেন যে, কখন কী করতে হবেআমি সবসময় প্রো-অ্যাকটিভ হবো
সুখী বা দুঃখী হওয়ার স্বাধীনতা আমার রয়েছেসুখী হওয়ার ব্যাপারেই আমি আমার স্বাধীনতা প্রয়োগ করবো
মমতা, ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গী করে আমি ঘুমুতে যাবো আর হৃদয়ে সাফল্য-সঙ্গীতের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠবো
সাফল্য লাভের জন্যে সবচেয়ে বড় পুঁজি উদ্যমঅর্থ, ক্ষমতা ও প্রভাবকেও ম্লান করে দেয় উদ্যমআমি উৎসাহী, আমি উদ্যমী
নিন্দুকেরা সবসময় প্রতিক্রিয়ার আশায় নিন্দা করে বেড়ায়যেকোনো নিন্দায় আমি নির্লিপ্ত থাকবো
স্রষ্টা ক্ষমা করতে ভালবাসেনআমিও অন্যদের ক্ষমা করবো
প্রতিদিন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে
যতবার আমি প্রভুর কাছে ক্ষমা পেতে চাই, ততবারই আমি অন্যদের ক্ষমা করবো
দিনে দিনে আমার মমতা বাড়ছে, চিন্তা বিশুদ্ধ হচ্ছে, কথা মিষ্টি হচ্ছে, মৌনতা গভীর হচ্ছেবিজয় আমারই
সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারেআমি সাহসীপরিপূর্ণ জীবন আমারই জন্যে
আমি এখন পুরোপুরি প্রো-অ্যাকটিভআমি নিজস্ব পরিকল্পনা অনুসারে সময়ানুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করবো
আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণআমি এখন সহজেই ক্ষমা করতে পারিআমি ক্ষমাশীল হবো
সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে আমি দিন শুরু করবো, দিনের সমাপ্তিও ঘটবে একইভাবে
সবর বা ধৈর্য প্রজ্ঞার সহচরআমার সবর প্রজ্ঞাকে আরো শাণিত করবে
দান ও ক্ষমা অন্তরকে প্রশান্ত করেএরাই হবে আমার জীবনের সহচর
সাহসী মানুষই সৌভাগ্যের বরপুত্রআমি সাহসীসকল আসক্তি, শৃঙ্খল ও বৃত্ত থেকে আমি নিজেকে মুক্ত করবো
প্রতিটি জনপদে বিশ্বাসী ও সৎকর্মশীলরা সমাদৃত হয়আমি বিশ্বাসী, আমি সৎকর্মশীল
আমি জানি, ‘রেগে গেলেন তো হেরে গেলেনরাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হবো
জেতার জন্যে নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্যে
উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবাণ শাণিত ছোরার মতো হৃদয়ে বিদ্ধ হয়আমি উত্তেজনাকে দমন করবোআমি সবসময় মিষ্টি কথা বলবো
আমি জানি, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’- তাই আমি সবসময় ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেবো ও কাজ করবো
রাগের মাথায় কখনো কোনো প্রতিশ্রুতি দেবো না, কোনো আদেশ করবো না, কোনো শপথ করবো না, কাউকে শাস্তি দেবো না
রাগ ক্ষোভ ঈর্ষা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করেআমি এগুলো থেকে মুক্ত থাকবো
কোনোকিছুই আমাকে বিরক্ত করতে পারবে না, আমাকে রাগাতে পারবে নাফলে আমি সবসময়ই শান্তিতে থাকবো
পৃথিবী সাহসী মানুষের জন্যেআমি সাহসী, আমি নির্ভীক
বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করেআমি বুদ্ধিমানঅভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করবো
হতাশা অস্থিরতা সৃষ্টি করেঅস্থিরতা অনুভব করলেই আমি প্রার্থনায় নিমগ্ন হবোপরম প্রভুতে সমর্পিত হলে সকল হতাশা দূর হয়ে যাবে
যার অন্তর্গত চেতনা জাগ্রত হয়েছে, যে ভয়ভীতি ও শঙ্কা থেকে মুক্ত হতে পেরেছে সে-ই অনন্য মানুষে রূপান্তরিত হয়েছেআমি অনন্য মানুষ হবো
অস্থিরতা হচ্ছে মনের ময়লাসঠিক দৃষ্টিভঙ্গি ও নিয়মিত মেডিটেশন দ্বারা এই ময়লা দূর করে আমি মনকে প্রশান্ত ও পবিত্র করবো
আমার মুড নিয়ন্ত্রণের শক্তি আমার মাঝেই রয়েছেআমি সবসময় আমার মুডকে নিয়ন্ত্রণে রাখবো
অমূলক ভয় ও শঙ্কা হচ্ছে ভূতের মতোই অলীকআমি অলীকতা থেকে মুক্তআমি সাহসীআমি নির্ভীক
অবাস্তব চিন্তা হলো অলীকতাআর অসম্ভব বলা হলো ভীরুর কাজ না করার ছলআমি অলীক নয়, বাস্তব প্রক্রিয়া অনুসরণ করে আপাত অসম্ভবকে সম্ভবে পরিণত করবো
ভয় মানুষকে শৃঙ্খলিত করে রাখেঅন্তর্গত শক্তিকে জাগ্রত করে আমি ভয়কে জয় করবোআমি জয়ী হবো
আমি আমার ক্ষোভ, ক্রোধ ও ঘৃণাকে বিশ্বজনীন মমতায় রূপান্তরিত করে সৃষ্টির সেবায় নিবেদিত করবো
সকল প্রকার দ্বিধা-দ্বন্দ্ব-সন্দেহ থেকে আমি মুক্তআমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করবো
জীবনে যার-ই উত্থান ঘটেছে, সে নিচ থেকে ওপরে উঠেছেবর্তমান অবস্থা যা-ই হোক, আমারও উত্থান ঘটবে
দুঃখ মানুষকে নতুন উপলব্ধির সোপানে নিয়ে যায়আমি আমার দুঃখকে এক অজেয় শক্তিতে রূপান্তরিত করবো
নেতিবাচক ও হতাশ লোকদের থেকে আমি সবসময় দূরে থাকবো
কামের মতো আগুন নেইঘৃণার মতো পাপ নেইআমি প্রবৃত্তির এই দুটো ধ্বংসাত্মক প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখবোএটাই অনন্য মানুষের পথ
অহংকারী পতিত হয়আমি আমার কথা ও কাজে বিনয়ী হবো
আমি নিয়মিত দুবেলা মেডিটেশন করবোরাগ ক্ষোভ ঘৃণা ও ঈর্ষা থেকে মুক্ত থাকবো
আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণচারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে
কল্যাণচিন্তায় নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবেঅন্যায় ও অকল্যাণের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্যে সবসময় কল্যাণচিন্তায় নিজেকে নিবেদিত রাখবো
অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ বিনয় ও সততাআমি বিনয়ী, আমি সৎ
গরিবের হক কথার প্রতিও মানুষ মনোযোগ দেয় নাআমি সবসময় জ্ঞানী ও বিত্তবান হতে সচেষ্ট থাকবো
যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র প্রকাশ পায়এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করবো
বিনয় কোনোরকম খরচ ছাড়াই অন্যের হৃদয়কে স্পর্শ করেআমি সবসময় বিনয়ী হবো
শখ বা হবির মিল থাকলে পারস্পরিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠেআমিও কিছু মজার শখ গড়ে তুলবো
আমি সকল পক্ষের কথাই মনোযোগ দিয়ে শুনবো এবং মুদ্রার দুইদিক-ই বিবেচনা করবোএটাই অনন্য মানুষের পথ
শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়আমি সবসময় সত্যের পক্ষে থাকবো
অভ্যাসের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণই আমার লক্ষ্যলালিত অভ্যাসের চক্র ভেঙে আমি উপভোগ করবো পরিপূর্ণ স্বাধীনতা
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকবো
বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় নাআমি জীবন থেকে সত্যকে শিখবো
চিন্তা বাস্তবতার জন্ম দেয়আমি সবসময় মহৎ চিন্তা করবো, আমার জীবন হবে মহান
আমি আমার ভবিষ্যত নির্মাণ করবো, নিয়তিকে নিয়ন্ত্রণ করবো, নিজের জীবন নিজে পরিচালিত করবোআমি সুখী হবো
মানবিকতা আমার সত্তার অবিচ্ছেদ্য অংশদৈনন্দিন কাজে আমি মানবিকতারই প্রকাশ ঘটাবো
বিশ্বাস কাজ দ্বারা সমর্থিত না হলে তা হচ্ছে ভণ্ডামিভণ্ডকে নয়, আমি শুধু বিশ্বাসীকেই বিশ্বাস করবো
আমার জীবনসঙ্গী/সঙ্গিনীকে প্রতিদিন অন্তত একবার বলবো, ‘আমি তোমাকে ভালবাসি
মৃত্যুর মাধ্যমে আমরা মহাজাগতিক সফরের পরবর্তী ধাপে প্রবেশ করিআমি পরবর্তী সফরের জন্যে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবো
প্রেম নয়, কাম হচ্ছে অন্ধসাধারণ মানুষ কাম দ্বারা অন্ধ হয়সত্যিকারের প্রেম কাম থেকে মুক্তি দেয়আমি যথার্থ প্রেমিক হবো
আমি সবসময় বিনয়ী, কুশলী ও সত্যনিষ্ঠ থাকবো
বিশ্বাসের চেয়ে শক্ত ভিত্তি আর কিছু নেইবিশ্বাস আমার জীবনের ভিত্তি
আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালীপ্রতিটি বাধাকে আমি অতিক্রম করবো
অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হবো
আমি ঠাণ্ডা মাথায় ভাবতে পারি, যেকোনো কষ্ট সইতে পারিঅবলীলায় অপেক্ষা করতে পারিবিজয় আমারই
আমি জানি, করুণাময়ের করুণা সবসময় সৎকর্মশীলদের সাথেই থাকেআমি সৎকর্মশীলবিজয় আমারই
আমি যেখানেই যাই, যার সাথেই দেখা করি, তার জীবনে আনন্দ নিয়ে আসবো
আস্থা ও কুশলতার সাথে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করবো
মনের সংকীর্ণতা ব্যক্তিমর্যাদাকে ভূলুণ্ঠিত করেআমি আকাশের মতো উদার
যেকোনো সমস্যা সমাধানের মতো সাহস ও সৃজনশীলতা আমার আছেসমস্যা সমাধানে আমি সাহস ও সৃজনশীলতা প্রয়োগ করবো
একটি উষ্ণ হৃদয় এবং একটি ঠাণ্ডা মস্তিষ্কের সম্মিলনেই হয় অনন্য মানুষআমি এই অনন্য মানুষের পথ অনুসরণ করবো
আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীস্বতঃস্ফূর্তভাবে কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে
আমি অনন্য! আমি আমারই মতো সুন্দর! আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করবো
যে প্রাণ খুলে হাসতে জানে সে-ই জানে ভালোভাবে বাঁচতেসুযোগ পেলেই আমি হাসবো ও হাসাবো
সংযম সত্যিকার আত্মমর্যাদাবোধ সৃষ্টি করেআমি সংযমী হবো
আমি শোকরগোজার, আশাবাদী, আত্মপ্রত্যয়ী, কর্মতৎপর, মুক্তমনাবিজয় আমারই
আমার মতো দ্বিতীয় কেউ নেইআমি অনন্যআমি এই অনন্যতার অনুভূতিকেই আজ বিশেষভাবে অনুভব করবো
যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারেবিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়আমি বিশ্বাসীসাফল্য আমারই
অনন্য মানুষের মতো আমি নিজের জন্যে যা চাইবো, অন্যের জন্যেও তা চাইবোঅন্যের সুখ পরিণত হবে আমার সুখে
মহৎ কিছু করার জন্যেই আমি পৃথিবীতে এসেছিঅবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রম আমাকে মহান করবে
সাধারণ মানুষ পেয়ে তৃপ্তি পায়আমি অনন্য, আমি দিয়ে আনন্দ পাবো
আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যোজ্জ্বলআমার প্রতিটি কাজ ও চিন্তায় এই অনন্য ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটবে
আমি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করবোপরিমিতি সংযম ও পবিত্রতা হবে আমার জীবনের অঙ্গ
যৌনাচার ও যৌনাভ্যাসে আমি পরিমিতি ও সংযম অবলম্বন করবোঅনৈতিক ও ক্ষতিকর যৌনচিন্তা ও যৌনাচরণ থেকে নিজেকে বিরত রাখবো
সততা ও গুণের কদর সর্বকালে সর্বদেশেআমি আমার সকল সুপ্ত গুণের বিকাশ ঘটাবো
বিশ্বস্ততার সাথে আমি আমানত ও অন্যের গোপনীয়তা রক্ষা করবো
ছেলে-মেয়েতে কোনো বৈষম্য করবো নাযোগ্যতা ও কাজের ভিত্তিতে আমি তাদের মূল্যায়ন করবো
আমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবো, সময়কে কাজে লাগাবো, অপচয় থেকে দূরে থাকবোআমি সুখী হবো
যে মিথ্যা কথা বলে তাকে কখনো বিশ্বাস করবো নাতার সাথে কোনো লেনদেন করা থেকে সবসময় বিরত থাকবো
সাধারণ মানুষ তার জৈবিক চাহিদার মধ্যেই সুখ খোঁজেঅগ্রসর মানুষ সুখ খোঁজে বুদ্ধিবৃত্তিক বিকাশে আর অনন্য মানুষ সুখ পায় আত্মিক অন্বেষায়আমি অনন্য মানুষের পথে অগ্রসর হবো
আমি বিশ্বাসে অটল, প্রত্যাশায় প্রবল, প্রচেষ্টায় অক্লান্ত, শ্রমে আনন্দিত, সেবায় নিঃস্বার্থবিজয় আমারই
বিবেক দংশিত হয় এমন কিছু করা থেকে নিজেকে বিরত রাখবোবিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকবো
আমি শরীরের চাহিদা মোতাবেক পুষ্টিবিজ্ঞানের আলোকে পানাহার করবো
মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তিবিশ্বাসই মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করেআমি বিশ্বাসী
আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যোজ্জ্বলআমার প্রাণবন্ততা চারপাশের সবাইকে মুগ্ধ করবেআমি হবো আকর্ষণের কেন্দ্রবিন্দু
যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সবসময় সতর্ক থাকবো
শৃঙ্খলাই শৃঙ্খলমুক্তির পথআমি সবসময় সুশৃঙ্খল থাকবো
বিনাশ্রমে অর্থলাভের প্রতিশ্রুতি প্রতারকদের একটি সাধারণ টোপএ টোপ থেকে আমি সবসময় সাবধান থাকবো
সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তিই হচ্ছে ব্যক্তিত্বআমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবো
অন্যকে সে-ই অনুপ্রাণিত করতে পারে, যে অন্যের দ্বারা প্রভাবিত হয় নাআমি হবো সকলের অনুপ্রেরণার উৎস
একজন মূর্খ নিজেকে সবজান্তা মনে করেআমি যা জানি না সে সম্পর্কে সবসময় সচেতন থাকবো
আমি দায়িত্ব নিতে শিখবোআয়ত্ত করবো নতুন নতুন কৌশল ও জ্ঞান
মস্তিষ্ক মানুষকে মানুষ বানায় নি, হৃদয় মানুষকে সত্যিকার মানুষ বানিয়েছেআমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণআমি অনন্য মানুষ
নিজেকে ভালবাসতে পারলেই অন্তর্গত শক্তিকে জাগ্রত করা যায়আমি নিজেকে ভালবাসবো
চেহারায়, দৈহিক গড়নে বা বাহ্যিক লেবাসে নয়, মডেল তিনি-ই যার গুণগুলোকে অনুসরণ করা যায়আমি সত্যিকারের মডেল হবো
কোনো মানুষই নিখুঁত নয়তাই নিখুঁত হতে না চেয়ে সুন্দরভাবে সময়মতো কাজ করার অভ্যাসই আমি আয়ত্ত করবো
দলিল, প্রমাণ কিংবা যুক্তি-তর্ক দিয়ে অন্যকে প্রভাবিত করা যায়কিন্তু অন্তরতম সত্তা পরিতৃপ্ত হয় সমর্পণেআমি স্রষ্টায় সমর্পিত হবো
রাগ-ক্রোধ পরাজয় ডেকে আনেআমি আমার রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখবো
সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য ধারণা সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যাঅবিদ্যাই অশান্তির মূল কারণআমি অবিদ্যা থেকে মুক্ত থাকবো
জীবন আমারঅবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্বও আমার
অবিদ্যা মানবজীবনের কালো অধ্যায়নিজেকে ও অন্যকে আলোকিত করার জন্যে আজ আমি কিছু সময় ব্যয় করবো
অবিদ্যার অমানিশা দূর হয় সত্যিকার জ্ঞানের আলোয়অবিদ্যা দূর হলে পাপ পালিয়ে যায়, স্বার্থপরতা দূর হয়, দুর্দশার পরিসমাপ্তি ঘটেআমি সত্যিকার জ্ঞানের আলোয় আলোকিত হবো
আমি যদি আমাকে রাগানোর সুযোগ কাউকে দিই, তাহলে আমার নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবেশুধুমাত্র আমিই আমাকে নিয়ন্ত্রণ করবো
ঈর্ষা মানুষের সৎগুণকে বিনষ্ট করেআমি ঈর্ষাকে বিনাশ করে সৎগুণের বিকাশ ঘটাবো
আমি এখন ক্ষতিকর লজ্জা, জড়তা ও সঙ্কোচ থেকে পুরোপুরি মুক্তআমি নিজেকে সম্মান করছিফলে অন্যদের কাছে আমার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে
আমার দেহ-মন থেকে ক্ষতিকর আবেগগুলো এক এক করে বেরিয়ে যাবেআমার মন ও আত্মা সত্যের আলোয় দ্যুতিময় হয়ে উঠবে
ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেইএর উৎস হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎআমি নির্ভীক, আমি সাহসীআমি আমার ভবিষ্যৎকে এই নির্মম শিকারীর হাত থেকে রক্ষা করবো
আমি আমার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য জানিতাই আমি বিকশিত হবো আমার চেতনার রঙে
দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারে নিপ্রত্যয় ও সাহস দিয়েই আবিষ্কৃত হয়েছে নতুন পৃথিবীআমি সাহসী, আমি আত্মবিশ্বাসী
কুৎসা ও কান-কথা থেকে আমি সবসময়ই দূরে থাকবো
আমি ভ্রান্ত ধারণা ও সংস্কারের শৃঙ্খল ভেঙে মুক্ত বিশ্বাসে উপনীত হবোআমি আমার সত্যিকার স্বাধীনতা অর্জন করবো
ঘৃণা দুর্বলের অহম প্রকাশের মাধ্যমআমি ঘৃণা থেকে দূরে থাকবো
চাওয়া মাত্রা ছাড়িয়ে গেলে তা হয় আসক্তিআসক্তি দুঃখের প্রধান কারণআমি আসক্তি থেকে দূরে থাকবো
আত্মবিশ্বাসের ভিত্তি আত্মজ্ঞান আর অহংকারের ভিত্তি জৈবিক প্রবৃত্তিঅহংকারী নয়, আমি আত্মবিশ্বাসী হবো
অহংকার মানুষকে পতিত করেবিনয় হবে আমার ভূষণ
ভয় বা আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটাআমি বিশ্বাসের শক্তিতেই উজ্জীবিত হবো
ভয় বা আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটাআমি বিশ্বাসের শক্তিতেই উজ্জীবিত হবো
বন্দিত্ব ইট-পাথরের দেয়াল, লোহার শিকল বা পাটের দড়িতে নয়, আসল বন্দিত্ব হচ্ছে মনেঅন্তর্গত শক্তিকে কাজে লাগিয়ে মানসিক বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করবো
বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার চেষ্টায় কোনো স্মার্টনেস নেই, কারণ প্রতিটি পশুই সহজাতভাবে বিপরীত লিঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করেআমি এই পাশবিক প্রবণতা থেকে দূরে থাকবো
দুর্ব্যবহার ও ঘৃণা ভেতরের হীনম্মন্যতারই বহিঃপ্রকাশআমি হীনম্মন্যতা থেকে মুক্ত হবোসদাচরণ করবো
আত্মনিমগ্নতার স্তরেই অতিচেতন স্তর থেকে জ্ঞান ও উপলব্ধি সচেতন স্তরে প্রবেশ করে, সংযুক্ত হয় মহাবিশ্বের জ্ঞানভাণ্ডারের সাথেআমি নিয়মিত আত্মনিমগ্ন হবো
কমিটি-কমিশন নয়, নীরব মুহূর্তই পৃথিবীর সব বৈপ্লবিক ও নতুন ধারণার জন্মদাতাপ্রতিদিন কাজের ফাঁকে নিজের জন্যে কিছু নীরব মুহূর্ত আমি বের করে নেবো
আমি জীবনযুদ্ধের একজন সত্যিকার যোদ্ধাআমি জানি কখন অস্ত্র সংবরণ করতে হয়আমি সময়মতো অস্ত্র সংবরণ করবো
মানুষ তার জীবনছবির সমানআমার জীবনছবি আমার কাছে স্পষ্টআমি মহান হবো

Post Comment